ব্লগার বলে আমরাও ঘৃণিত না..!!!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০১ এপ্রিল, ২০১৫, ০১:৪১:২৮ রাত
অসত্যের কাছে নত নাহি হবে শির,
ভয়ে কাঁপে কা-পুরুষ লড়ে যায় বীর।
...তুই মানুষ না। তুই ব্লগার... তুই সমাজের ঘৃর্ণিত ব্যক্তি..কথাগুলি অনলাইন এক্টিভিটিতে বর্তমানে খুবেই স্যাকুলার। বর্তমানে সাধারন মানুষ যতটা সরকার ও পুলিশদের দেখে ঘৃর্ণা না করে, তার চাইতেও বেশি ঘৃর্ণা করে বাংলাদেশের ব্লগারদের।
একটু থামুন প্লিজ...ব্লগার কারা আর ব্লগের পরিচালনাকারী মডারেটররাই বা কারা, একটু দেখুন বুঝুন এবং তারপর এই রকম মতামত প্রকাশে সামনে এগিয়ে আসুন।
ছাগু পানে না ছায় গো নেহারীর কণা,
নিমতলায় বাস করেও সাপে তুলে ফণা।
উপরক্ত পংগতি তুলে ধরলাম সেই সকল ব্লগার এবং সেই সকল ব্লগ মডারেটরের জন্য --কারন আজ তারাই নিত্য নতুন ব্লগার বানিয়ে গড়ে তুলতেছে জমজমাট ব্যবসা এবং অন্যের মুখে সমালোচনার ঝড়, নাস্তিকতার সৌজন্যদাতার পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে ডানপন্থী ব্লগারদের অন্ধকারের স্বপ্নগুলি।
আমরা আপনারা যারা ডানপন্থী ব্লগার রয়েছেন আপনারাই এর মুল উদ্দ্যেশ্য রটনা বাহির করতে পারবেন। কারন আপনাদের ব্লগের লেখার বাধাগুলি আপনি নিজেই হাড়ে হাড়ে টের টেয়ে থাকেন।
আজ তো তারাই ব্লগার সমাজে রাজার সমরাজ্যের মত বাস করতেছে যারা নাস্তিকতার কি-বোর্ডে ব্লগে লিখে আসতেছিল। আর তাদেরকে মিডিয়ায় সুন্দরভাবে প্রকাশ করতেছি আমরাই আমজনতা।
আপনি যে কোন ব্লগে একটি সুন্দর সাদৃশ্যশীল ব্লগ পোস্ট করেই দেখুন, আপনাদের অবস্হা কি রুপ করে দেয় ব্লক মডারেটর সহ বাম-পন্হী ব্লগার রা। কতো স্টাইলে হুমকি এবং কত প্রকার গালি, যাহা আপনার জন্য সেই ব্লগ হারাম এবং তাদের জন্য অত্যান্ত স্বু-নাম।
আর বামপন্থি রা একটা পোস্ট করেই দেখুক.... মতামত দিয়ে তার পোস্টি স্টিকি করে রেখে দিবো দু চার দশদিন। এটা আপনারা প্রায়েই দেখতে পাবেন।
অনেক ব্লগ আবার নাস্তিকেরাই খুলে রেখেছে, আর সেখানে চলে একটি পোস্টের প্রতিটি শব্দ বাক্যের অনু বিশ্লেষন আর চলে নাস্তিকতার পায়চারা। নিজে নিজেই পরিচিত লাভ করে বানিয়ে ফেলে সুন্দর কিছু রহস্য, আর সেই রহস্যের ফাঁদে পরে যাই আমরা অনেক ব্লগার।
অভিজিৎ এবং আশিকুর বাবু হত্যা হওয়ার পর অনেকেই ব্লগারদের প্রতি অতিষ্ট হয়ে গেছেন। এর কারনও রয়েছে...সবাই মনে মনে চিন্তা ধারনা দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে___সম্ভবত বাংলাদেশের ব্লগারাই আসলে নাস্তিক। হ্যাঁ এখানে কথা আছে.. বাংলাদেশের বাংলাভাষী অনেক ব্লগার নাস্তিক আছে এবং এর বিরুদ্ধে লড়াই করতেও রয়েছে অনেক ডানপন্থী ব্লগার... যাদেরকে তাদের সাথে কলম যুদ্ধ করতে করা হতে লেগেছে অনেক একাউন্ট, কারন নাস্তিকতার বিরুদ্ধে লড়াই করছেন তো ব্যান হয়ে গেলেন ব্লগ থেকে।
অনেক ব্লগেই রয়েছে যেগুলি চলে বর্তমান সরকারের টাকা দিয়ে এবং ভারতের টাকা দিয়ে আর এগুলি ব্লগে কি কাজ হয় এবং কিসের জন্য হচ্ছে সেটা সকল ব্লগারদের জানা আছে।
বাংলাদেশের ব্লগগুলির মধ্যে "টুডে ব্লগ" এবং "মুসলিম বাংলা ব্লগ" আলোড়ন তুলে দিয়েছে সত্যের প্রকাশের জন্য। সেখানে গর্জে তুলতে চাচ্ছে সত্য প্রকাশকারী ব্লগার রা, আমরা সবাই আজ এক সত্যের নিচে আবদ্ধ এবং বদ্ধপরিকর।
....কোন নাস্তিক ব্লগ পাতায় তার নোংড়া কলম বসিয়ে করতে পারবে না ব্লগে অপবিত্র এবং কোন করতে পারবে না ব্লগারদের মানুষের মাঝে ঘৃর্ণিত পাত্র। আর পারবেনা কোন মডারেটর তাদের জায়গা করে দিতে। তার আগে আমরাই তার ব্লগকে করে দিবো নিস্ক্রিয়।
আমরা হারতে জানি না এবং হারবোও না--চালিয়ে যাবো সত্য কলম।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে যেসকল নাস্তিকরা ব্লগে লিখে তাদের সংখ্যা অনেক কম একেক্তায় একাদিক আইডি নিয়ে ব্লগ করে।
সুন্দর লিখনির জন্য ধন্যবাদ। আমরা ফেসবুক থেকে ঐক্যবদ্ধ হয়ে আবার আসতেছি ব্লগে ,আজ থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে ,,আপনি ও ওখানে আছেন দেখে খুশি হয়েছি
একই পাড়া মহল্লায় যেমন ভাল মানুষ থাকে , থাকে নোংরা গালি গালাজ দেওয়া মানুষ - ব্লগও কিন্তু এরকমই ।
এদেরকে হাতালে নোংরা ছড়াবে । ফলে সমাজ হবে দূর্গন্ধযুক্ত । হিট হবে সেই গোবরই আর দোষী হবে যারা হাতালো তারা ।
এদেরকে এড়িয়ে চলাই শ্রেয় ।
মন্তব্য করতে লগইন করুন